সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলা বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আজ (১৯ জানুয়ারী) রবিবার বিকেলে উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
সিরাজদিখান উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার মাহবুবুর রহমান কুট্টির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব মোতাহার হোসেন, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, শফিকুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনউদ্দিন চৌধুরীসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃত্বগণ, বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মী।
এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ সিকদার, সিনিয়র আহবায়ক দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকি, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ মোহাম্মদ (রাসেল), কৃষক দলের সভাপতি হাফেজ মোঃ আলমগীরসহ অন্যান্য অঙ্গসংগঠন নেতা-কর্মী ও স্থানীয় জনসাধারণ।
সঞ্চালনা করেন সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমান।
দোয়া ও আলোচনায় সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী ও বাংলাদেশের জন্য অপরিসীম অবদান নিয়ে আলোচনা করা হয় এবং বিশেষ মোনাজাত করা হয়।